Saturday, 7 April 2018

শোভন মণ্ডল



            




            ডিভোর্স

একটা জীবন্ত উদ্যান এইমাত্র আগুন হয়ে উঠলো
ছারখার
শুধু ছাই আর ছাই
ছাই-এর কোনো গন্ধ থাকেনাসেটা ফুলের হলেও
তবে বিষাদ জেগে থাকে বাতাসের গায়ে
কিছুটা মনখারাপকিছুটা পিছুটান

একজোড়া মৃত গোলাপের পাশ দিয়ে যাওয়ার সময় কান্না শুনেছি

No comments:

Post a Comment