Saturday 7 April 2018

নবনীতা চট্টোপাধ্যায়





ভিক্টোরিয়ার  বাগানে

আমাদের স্মৃতিভ্রষ্ট  কথারা সব
পড়ে আছে ভিক্টোরিয়ার বাগানে.....
 
সবুজ গালিচায় পাতা বেঞ্চে
 
একরাশ মরশুমি ফুলের উজ্জলতায়,
 
দীঘল ঝিলে ছায়া ফেলে
আনমনা তারা ঘুরে ফেরে...
 
  নিঝুম দুপুরে নতজানু আমি 
আলগোছে তাদের তুলে নিই
 
এই অপরাধী করতলে...
একঝাঁক পায়রার মত ঝটপট
শব্দে ঊড়ে যায় মন খারাপেরা....
 
ঘুরতে ঘুরতে ভিক্টোরিয়ার পরী
 
হাসে তার পবিত্র হাসিখানি....

1 comment: